Sunday, March 3, 2013

পৌনঃপুনিক মৃত্যু



আমার বর্তমান পৌনঃপুনিক। ঘুরেফিরে একই বৃত্ত। রাত শেষে আবার একই রকম আরেকটা দিন।
আমার অনুভূতিরা মৃত, তাদেরকে ঘিরে পোড়া মূর্তিরা খেলা করে। তাধিন তাধিন ধিন।
উদ্দাম নৃত্য। দুহাত তুলে, বৃত্ত রচনা করে।

বেসুরো আঁশটে গন্ধ আমার চারপাশে, পোড়া শব অথবা মনপ্রসূত অবাস্তবতা। পাথরের ঘষঘষে শব্দ।
হৃদয়কে আহত করা কিছু সুর। নস্টালজিক এবং মেলানকোলিক। খুঁজতে থাকি।
পাই না, পাই না সেই গানটা। বিপুল তরঙ্গ রে.. রবি বুড়োটার গান।

আমি হারিয়ে যাই। আমার ঈশ্বর খুঁজে ফিরি।
বৃত্তটায় গা এলিয়ে দেই ব্যাখ্যাহীন নির্ভরতায়।

No comments:

Post a Comment