Sunday, March 3, 2013

চলো আজ তোমাকে ছুয়েঁ দেখি




                                                      (ছবিটি সত্যজিত রায়ের একটি চলচ্চিত্র থেকে নেয়া )




বিবস্ত্র অনুভূতি আজ
শহুরে কারাগারে
নি‍র্জীব।
বিবর্ণ কালক্ষেপনের আহ্বান আজ
মুক্তির পরাজয়।
প্রকাশিত আবেগ ভীত চঞ্চল
হায়ানার অট্টহাসিতে।
ভাবুক মন আজ পেষিত
কালসাপের করাল গ্রাসে।
দু 'ঠোঁটের মাঝে রুদ্ধ কথন
চুম্বন আঁকে শূন্যের বুকে...
নিরবে, নিভৃতে।
খোলা চোখে অপলক দৃষ্টি
আটকে যায় বদ্ধ দুয়ারে।
তবুও...
একটু যেন বাঁচতে চাওয়া
শূন্য হাতে আকাশ ছোঁয়া।
হৃদয়ের ছোট্ট পথে
হাত বাড়ালো বন্ধু্ পেতে...


(উৎসর্গঃ আমার এক প্রিয় বন্ধুকে)

No comments:

Post a Comment