Sunday, October 13, 2013

কীর্তনবালার জন্য একটি ব্যক্তিগত কের্তন..




 
আকাশে নক্ষত্রদের কারো জন্য জীবনবীমা করা আছে কিনা জানি না তবে হাতে একবার মার্কারপেন পেলে পুরো শরীর আর বিলবোর্ডগুলো ঢেকে ফেলতাম- তোমার ট্যাটু একে | আরো কতোকাল এভাবে রূপকে শুয়ে ছদ্মবেশে কাটাতে হবে আমাকে পুষ্পমাসের এক পঞ্চদশী রাতের অপেক্ষায়? হয়তোবা একঘেয়ে দাম্পত্য রাত শেষে ক্লান্ত তুমিও একদিন ছায়াকরিডোরে আলগোছে দাঁড়াবে এবং নিভৃতে আরো একবার মনে করবে পুরোনো আমাকে; তোমার দীর্ঘশ্বাসজুড়ে তখন অর্কেস্ট্রার সুর.. | যে সিংহ সমস্ত রাত কেঁদেছিল চাঁদের ব্যথায় হয়তো তারও ছিল এক চকচকে শোকগ্রাফ ! হতচ্ছাড়া এই ঘুড়িজীবনটার শুতো কেটে আমি আজও দাঁড়িয়ে আছি- কীর্তনখোলা পাড়ের মেয়ে- তোমার জন্য.. .

 

No comments:

Post a Comment