Saturday, August 31, 2013

My Suicide Note

অনেক দিন আগে আমার প্রিয় এক বন্ধু রোমান আমাকে বলেছিলো “Independence is to choose one’s own chain”। ওকে শুধু বলেছিলাম আমি মুক্তি চাই, স্বাধীনতা চাই, চাই সমাধান
ওই দিন ই রাত প্রায় দশটার দিকে মোহাম্মদপুর কবরস্থানে গিয়ে বসেছিলাম দুই বন্ধুর সাথে। সাপের ভয় ছাড়া ছিলো কনকনে শীত। একেকটা কবর একেক রকমের। প্রায় প্রত্যেকটার উপর শায়িত ব্যাক্তির নাম পরিচয় দেয়া। এক বন্ধু বলে উঠলো এরা(মৃত ব্যাক্তিরা) প্রত্যেকেই সত্যটা জানে, যদি সত্য বলে কিছু থেকে থাকে। আমার কাছে সত্যের পাশাপাশি এদের উপলব্ধির ব্যপারটাও সংশয়াপূর্ণ। কারন এখানেই আসছে অস্তিত্বের সংজ্ঞার সত্যতা বা যথার্থতার প্রশ্ন। যদিও কবরস্থানে এর আগেও গিয়েছি, তবু দুটো বিষয় নতুন ভাবে বুঝতে চাইলাম। প্রথমত এই নামগুলির প্রচন্ড অসারতা। দ্বিতীয় যে ব্যপারটা, তা হলো শিশুদের ছোটো কবরগুলি দেখে, একটা কবরের জন্ম-মৃত্যু তারিখ দেখে বুঝলাম, বাচ্চাটা একদিন বয়সে মারা গিয়েছিলো। সেও হয়ত সত্যটা জানে।
মাস কয়েক আগে আমার একটা অদ্ভূত অনুভূতি হয়েছিলো, আমার মনে হতো মৃত্যু হলো সেই রহস্য বা সত্যের উৎস, সেই গুপ্তধন যার শূণ্যতার খোঁজ সবাই জানে, অথচ না জানার ভান করে। মৃত্যু নামক এই নিশ্চিত অনিশ্চয়তাকে ভুলে থাকতে নানা মায়াজাল, নানা প্রেম-আবেগ-যুক্তি-দ্বন্দ্ব-প্রতারণা-অভিনয়-ছলা-কলা-কৌশল ইত্যাদির আশ্রয় নেয়। এই হলো সবচেয়ে বড় ও সবচেয়ে অনিশ্চিত সত্যের নাম। রাস্তায় হাটতে গিয়ে যত পেশার কিংবা যত রকমের মানুষ দেখতাম মনে হতো তারা সবাই নিপুণ অভিনয়শিল্পী, প্রত্যেকেই তাদের এই সত্যোপলব্ধিকে গোপন করছে, কিন্তু কেন?
চেনা যায় না
জানা যায় না
শুধুই হারিয়ে যায়
এই আমারই মত অগুনিত
মুখ, চোখ
বিগত।
তাদের চিহ্নিত করা যায় না,
এলোমেলো হয়ে যায়।
তাদের চেনা যায় না,
তাদের বিশ্বাস করা যায় না,
পাওয়া যায় না তাদের
কাছ থেকেও কোনো সমাধান।
নৈরাশ্য বা হতাশা যাই বলিনা কেন সবকিছুর শুরু আসলে অস্তিত্বকে সংজ্ঞায়িত করতে গিয়েই।
সেই যে প্রাচীন প্রাণের একখানি বীজ
তোমাতে আমাতে ভাগাভাগি-
তারপর অন্ধকার-আলো-অন্ধকার
এখন আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি
আমাদের কায়মনে অসংখ্য সত্তার মিছিল
প্রত্যেক হৃদয়ে তবু জাগাতে চায়
এক উচ্চারণ আমি

রোমানের কথাটা একটু শুধরে দিই “Death unfolds every chain, every truth”
মুক্তি আছে বৈকি!!!!
 
 
 

Dancer in the Dark

"They say its the last song. They don't know us, you see. Its only the last song if we let it be" - Dancer in the Dark

কোন কিছু খুব ভালো লেগে গেলে আমরা চাই তা হোক অন্তহীন, আর যদি দুঃখের হয়?... ক্লাশ টেন এ পড়ার সময় রাজ্জাকের একটা সিনেমা দেখেছিলাম টিভি তে আমার এক বন্ধুর বাসায়। শরৎচন্দ্রের কাহিনীর চিত্ররূপ, "বৈকুন্ঠের উইল", ডলি জহুর, বাপ্পারাজ ইত্যাদি। হঠাৎ দেখি পাশে সম্পদ কাঁদে। ওর মা একবার চোখে মরিচ বাটা ডলে দিয়েছিল ডাব চুরি করতে গিয়ে পাশের বাড়িতে ধরা খেয়ে নাম ডোবানোর জন্য। তখনও চোখে এত পানি দেখিনি। প্রথম পনেরো মিনিটেই টের পেয়েছিলাম এ সিনেমা অনেক ভোগাবে। শেষটা কেমন? মিলন/বিরহ? অনেকেই দেখেছি ক্লাইমেক্স জানার পর সিনেমা দেখতে পারে না। 
 
IMDB তে নিচেরএই সিনেমাটার একটা রিভিউতে লেখা ছিল, "horryfying", কেন কিভাবে তা পলে পলে টের পাওয়া গেল।


একমাত্র ছোট্ট ছেলেটিকে সাথে নিয়ে চেকোশ্লোভাকিয়া থেকে আমেরিকায় পাড়ি জমায় সালমা। আজন্ম ব্যাধি ক্ষীণ দৃষ্টিশক্তি। এই অভিশাপ থেকে মুক্ত নয় আদরের সন্তানটিও। আমেরিকায় আসার উদ্দেশ্য? উন্নত জীবন, ছেলের জন্য উন্নত চিকিৎসা। কাজ পায় ক্রোকারিজ ফ্যাক্টরীতে। মেশিন অপারেটর। প্রত্যেকটা পাই জমাতে থাকে। জানে তাকে টাকা জমানো শেষ করতে হবে পুরোপুরি অন্ধ হয়ে যাবার আগে। আদরের ছেলে 'জিন' যাতে সুন্দর পৃথিবী দেখতে পারে। আর নিজে? বন্ধু জেফ যখন বলে, তুমি তো দেখতে পাও না, সালমার উত্তর, কী ই বা দেখার আছে? সালমা বুঝে যায় কমিউনিস্ট চেকোশ্লোভাকিয়া এর চেয়ে অনেক ভালো ছিল, এখানে কিছুই ভালো না। ভালো শুধু হলিউড। ব্রডওয়ের মিউজিক্যাল। খুব ভালোবাসে মিউজিক্যাল। এত ভালোবাসে যে ফিনালেটা শেষ হবে তা সহ্যই করতে পারে না, ফাঁকি দেয়, ফাঁকি দিতে চায়, ফাঁকি দিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে যায় যাতে সিনেমাটা শেষ না হয় আর, ফিনালেটা চলতে থাকুক, সিনেমাটা শেষ না হোক! জীবনকে ফাঁকি দিতে পারে না সালমা। ছেলের জন্য কষ্ট করে জমানো টাকাগুলি চুরি হয়, অন্ধত্বের কারণে চলে যায় একমাত্র চাকরিটাও, আরো দুর্যোগ, আরো বিপত্তি...। ফ্যাক্টরির ম্যাশিনের চলার শব্দের মধ্যে যে মেয়েটা সুর খুঁজে পায়, সে মেয়েটির জীবনের শেষ ক'টি পা চলার জন্যও দরকার হয় সংগীত। রূঢ়-বাস্তবকে আড়াল করে সে সংগীত, মৃত্যুকেও ভুলিয়ে দেয় যে অবাস্তব মোহ, হলিউড, মিউজিক্যাল, আমেরিকা! কিন্তু শেষ রক্ষা হয় কি?

চলচিত্র ইতিহাসের একশ বছর পূর্তিতে দুই ছিনেমার পরিচালক ঘোষনা করেছিলেন Dogme95 এর ম্যানিফেস্টো, উচ্চ বাজেট আর কারিগরী চাকচিক্যের শিল্প-বাজারে হাতে ধরা ক্যামেরার ব্যাবহার, কম খরচে দুর্দান্ত সব ছবি তৈরি হয়েছে এর পর। এই ধারার অন্যতম পথিকৃৎ পরিচালক লার্স ফন ট্রায়ারের কথিত ট্রলজির শেষ এই ছবিটা। হাতে ধরা ক্যামেরা বা হ্যান্ড হেল্ড ক্যামেরায় তৈরি আরো কিছু সিনেমা দেখার অভিজ্ঞতা ছিল। বলে রাখা ভালো এই ছবিটাও কিন্তু মিউজিক্যাল, আর কেন্দ্রীয় চরিত্রে বিয়র্কের অভিনয় দুর্দান্ত! হ্যান্ড হেল্ড ক্যামেরার জন্য যদি কিছু ক্ষতি হয়েও থাকে তা ছাপিয়ে গেছে চৌকস অভিনয় আর পরিচালকের মুন্সিয়ানা।
 
hope you will enjoy this movie....
 
 

Olosh Shomoi

                                                      
                                                                 ( Pic- 01)



                                                                   ( Pic- 02)


                                                                    ( Pic- 03)

 
( Pic- 04)


                                                                       ( Pic- 05)
[This is probably the only drawing that's almost true to the original photo. Well except the hair. I always change the hair. Can't help it. The folds in the saree with the prints and all were a real pain to draw. But came out OK i guess.]



I just wanted to beat other boys ...!!!!

G. H. Hardy on his book A Mathematicians Apology:
"I cannot remember ever having wanted to be anything but a mathematician. I suppose that it was always clear that my specific abilities lay that way, and it never occurred to me to question the verdict of my elders. I do not remember having felt, as a boy, any passion for mathematics, and such notions as I may have had of the career of a mathematician were far from a noble. I thought of mathematics in terms of examinations and scholarships: I wanted to beat other boys, and this seemed to be the way in which I could do so most decisively. "

Source :
A mathematician's apology,
By Thomas Hardy
PDF: A Mathematician's Apology.pdf  
 
 
 
 
 

My Office Posters

Well … I am not talking about my office’s poster, rather these are the poster that I hung earlier in this week on my office room wall. My wall looked very much empty. So empty that I felt somewhat uneasy. Feeling uneasy about a room is not a good thing, specially if the room is your office room, where you spend almost your whole daytime. To diminish the unease and (of course) to beautify my room, I decided to decorate it with some posters.
Deciding to decorate the wall with a bunch of posters – is the easy part. Which posters to use – is the hard part. The poster shops are full with the posters of car, flower, actor-actress etc. But sadly those are not my type. I wanted to display some posters which reflect myself. So I decided to design my own posters! Now comes the part – Which posters to use? Well … I wanted to display three kinds of posters – one is about Bangladesh and the famous-renowned Bangladeshis, one is about my profession.
I opened Inkscape and tried to create some, and it finally lead me to design ten posters!
The first category is about Bangladesh and renowned Bangladeshis. In this category one poster is about the first national flag of Bangladesh. And the rest of the posters are featured the famous and influential persons like Maulana Abdul Hamid Khan Bhashani (a popular political leader), Jagadish Chandra Bose (a Bengali polymath: a physicist, biologist, botanist, archaeologist, as well as an early writer of science fiction), Kazi Nazrul Islam (a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression), Muhammad Shahidullah (a famous Bengali educationist, writer philologist and linguist) and Muhammad Yunus (a Bangladeshi nobel peace prize laureate).
 
After i post dis note in my facebook the 1st comment was ..:অসাধারন। রবীদ্রনাথ অনুপস্থিত কেন?
 
রবীন্দ্রনাথ কেন অনুপস্থিত? সহজভাবে বললে আমার পছন্দের মানুষদের তালিকার মাঝেই রবীন্দ্রনাথ অনুপস্থিত! পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমি আমার প্রিয় বাঙালিদেরকে অগ্রাধিকার দিয়েছি। এখন এক্ষেত্রে একেকজনের পছন্দ একেক রকম, তাইনা! কারো পছন্দ রবীন্দ্রনাথ কারো বা রথীন্দ্রনাথ! তাছাড়া আমি কবিতা পড়ি-টড়ি না, বেশ ভয় পাই, কবিতার অন্তর্নিহিত ভাব বোঝার মত সুচারু মস্তিষ্ক আমার নেই। সেজন্য কবি সমাজকে সমঝে চলি। কিন্তু নজরুল ভিন্নকথা, তাঁর কবিতা আমাকে সবসময়ই কেন জানি টানে! ভাব বুঝলেও টানে, না বুঝলেও টানে। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমার পছন্দ-না-পছন্দ অন্যরকম, ঠিক গতানুগতিক না (সবারই নিজের পছন্দসই একটা ব্যাপার থাকে)। রবীন্দ্রনাথ বা জীবনানন্দের চেয়ে দ্বিজেন্দ্রলালকে আমার বেশি ভাল লাগে - কেবলমাত্র তাঁর একটা গানের জন্যই। উনি যদি জীবনভর আর কোন কিছু না লিখে কেবল এই গানটিই রচনা করে যেতেন, তারপরও তাঁকে আমি পছন্দ করতাম। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি "ধন ধান্যে পুষ্পে ভরা" - গানটি আমাদের জাতীয় সঙ্গীত হবার সব ধরণের শর্ত পূরণ করে। অন্যদের কথা জানিনা, কিন্তু গানটি শুনলে আমার নিজের শরীরে এক ধরণের শিহরণ জাগে, মনে হয় 'সকল দেশের সেরা' দেশটির জন্য জীবন দেয়া মোটেও কোনও কঠিন ব্যাপার নয়! আবার সাহিত্যিক হিসেবে রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের চেয়ে হুমায়ুন আহমেদ - উপেন্দ্র-সুকুমার-সত্যজিৎকে ভাল লাগে। অন্যদিকে ছড়া জিনিসটার খুব ভক্ত আমি, যার ফলে সত্যন্দ্রনাথ আর সুকুমার হচ্ছে আমার খুবই প্রিয় সাহিত্যিক। আসলে পছন্দের পুরো ব্যাপারটাই আপেক্ষিক। আমার এই আপেক্ষিক তালিকায় রবীন্দ্রনাথ নেই! :(
তাছাড়া দেয়ালে একটা বাড়তি ছবি টানাবার জায়গাও থাকতে হবে। :P অবশ্য আমার দেয়ালে ছবি টানাবার জায়গা থাকলে রবীন্দ্রনাথের আগে হুমায়ুন আহমেদ - সত্যজিতেরই জায়গা আগে পাকা হবে।



 

Friday, August 30, 2013

মাউস চাপতে চাপতে হাত ব্যথা? এবার মাউসই আপনার সকল ক্লিক করে দিবে নির্দ্দিষ্ট জায়গায়।

আমরা যারা ইন্টারনেট/গেমস/ক্লিক পাগল মানুষ তাদের সারা দিনই কেটে যায় পিসি বা ল্যাপটপ এর সামনে। আর এই সারা দিনই নানা কারনে আমাদের অগনিত মাউস দিয়ে ক্লিক করে যেতে হয়। অনেক সময় এত ক্লিক করতে আর ভাল লাগে না। তখন এর কোন বিকল্প না থাকায় আমরা এর বেশি কিছুই করতে পারি না।
কিন্তু আজ থেকে আর আপনার কষ্ট করে ক্লিক করতে হবে না। এমন এক সফটওয়্যার এর সন্ধান দিব যা নিজে নিজেই আপনার ক্লিক করে দিবে। তো দেখে নিন সফটওয়্যার টার রিভিউঃ
সফটওয়্যার টির নামঃ Cok Free Auto Clicker
ছবিঃ

সতর্কতাঃ আপনি যদি Windows 7 or Vista User হন তবে সফটওয়্যার টি ডাবল ক্লিক করে ওপেন করবেন না, “Run as Administrator” ভাবে ওপেন করবেন। আর XP ব্যবহার কারী রা সাধারণ ভাবে ওপেন করলেই চলবে।
নিয়মাবলীঃ
1. Set simulate click:left click or right click;
2. Set time interval of click;
3. Set start&stop hotkey, default hotkey is Ctrl + D, you can modify it to any key that you like;
4. Set auto run on windows startup. If you tick this option on, software will start automatically when computer start up.
5. Set auto minimize to tray. When this software start up, it will minimize to tray automatically.

ডাউনলোড লিঙ্কঃ – www.coksoft.com/down/autoclicker_setup.exe
সকলের সুবিধার্থে বলছি এই সফটওয়্যার টি সেট করতে প্রথমেই কত সেকেন্ড পরে পরে ক্লিক দিতে চান তা উপর থেকে সেট করে Modify বাটনে ক্লিক করে Minimize করে দিন, এবার যে যে জায়গায় আপনি ক্লিক করাতে চান সে জায়গায় মাউস রেখে Ctrl+D চেপে দিন আর এবার দেখুন মাউস অটো ক্লিক শুরু করে দিছে। আপনি চাইলে ক্লিক টাইম কমাতে বা বাড়াতেও পারবেন।
তো আজ থেকে যারা ক্লিক করে আমার মত হাত ব্যাথা করে ফেলছেন তারা একটু হলেও রেহাই পাবেন। আমি Twiends এ ফলোয়ার বাড়াতে অনেক মজা পাচ্ছি সফটওয়্যার টা ইউস করে।

এবার আপনার ড্রাইভ গুলোকে পাসওয়ার্ড প্রটেকেক্ট করুন কোন সফটওয়্যার ছাড়া [আপডেট]

যারা উইন্ডোজ ব্যবহার করেন টিউন টি শুধু মাত্র তাদের জন্য!
উইন্ডোজ ব্যাবহার কারিরা প্রায় সবাই উইন্ডোজ লগিন পাসওয়ার্ড কিভাবে করতে হয় তা মনে হয় জানে। কিন্তু দেখা যায় অফিস বা আপনার পারসনাল পিসি তে বিভিন্ন কারনে লগিন করে দিতে হয় বা আপনার পাসওয়ার্ড বলে দিতে হয়, বাস এবার আপনার পারসনাল বলে কিছু নাই। আপনি compress zipper বা win rar ব্যাবহার করে আপনার ফাইল গুলো পাসওয়ার্ড প্রটেকেক্ট করতে পারেন কিন্তু এতে সমস্যাটা হচ্ছে এটা হতে এক্তু সময় লাগে আর ফাইল এর সাইজ যদি অনেক বড় হয়! ধরুন সেটা যদি হয় আপনার একটা ফুল ড্রাইভ [৩০GB]।
হা আপনি চাইলে আপনার ড্রাইভ গুলোকে পাসওয়ার্ড প্রটেকেক্ট করতে পারেন,
এ জন্য যা লাগবেঃ
  • Notepad,
  • Command Prompt(CMD)
যেভাবে করবেনঃ
আপনার প্রয়জনিয় ফাইল গুলো কে একটি ফাইল এ স্টোর করুন/ আপনার ড্রাইভ এর সকল ডাটা একটি ফাইলে নিন,
এবার start>>run এ জান এবং টাইপ করুন cmd
এখন আপনি যে ড্রাইভ এ ডাটা গুলো রেখেছেন সেই ড্রাইভ টাইপ করুন এবং ":" (কোলন) দিন এবার Enter চাপুন, আপনি আপনার টাইপকৃত ড্রাইভ এ প্রবেস করেছেন
এবার লিখুন attrib Rifat +s +h (Rifat-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)
এখুন আপনার ফাইল টা এখন আর অই ড্রাইভ এ নেই
এবার Notepad open করুন এবং লিখুন

@echo off
set pass=আপনার পসন্দ মত পাসস্বরড দিন
echo Please Enter Password
set /p ui=
if %ui%==%pass% (goto open)
echo Wrong Password
pause
exit
: open

start Rifat(Rifat-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)

কোড টি ডাউনলড করুন
এবার এটীকে .bat ফাইল হিসেবে উক্ত ড্রাইভ এ সেভ করুন
এবার একটি শর্টকাট ক্রিয়েট করুন
যদি cmd close করে থাকেন তাহলে আবার ওপেন করুন ড্রাইভ লিখুন এবার লিখুন
attrib Fiels.bat +s +h (Fiels-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)
দেখুন আপনার ড্রাইভ এ শুধু অই শর্টকাট ছাড়া আর কিছু নাই!!আপনি যখন এই শর্টকাট এ ক্লিক করবেন একটি Command Prompt
আপনাকে পাসস্বরড দিতে বলবে পাসস্বরড দিলে নতুন একটা উইন্ডোজ এ আপনার ফাইল গুলো শো করবে, তবে এখানে একটা সমস্যা আছে সেটা হল যেকেউ যদি .bat ফাইল টা কে এডিট করে তাহলে সে আপনার পাসস্বরড জেনে যাবে। এবার এই সুবিধা টা বন্থ করতে আপনাকে যা করতে হবে ঃ-
এবার অই শর্টকাট এর উপর করসার রেখে রাইট বাটন এ ক্লিক করুন "সেন্ট টু কম্প্রেস " নির্বাচন করুন
এবার কম্প্রেস ফাইল টা ওপেন করুন রাইট বাতন এ ক্লিক করুন "অ্যাড পাসস্বরড" এ ক্লিক করুন আপনার পাসস্বরড দিন বাস আপনার কাজ শেষ ।
এখানে একটু সমস্যা আছে। তা হলো ঐ পিসিতে যদি winrar soft instal করা থাকে তাহলে এই পদ্ধতি কাজ দেবে না তাছাড়া যদি উইন্ডোজ সেভেন ও হয় তাহলেও এই পদ্ধতিতে জিপ ফাইলে পাসওয়ার্ড দেয়া যাবে না
এ জন্য জা করতে হবেঃ
অই শর্টকাট এর উপর করসার রেখে রাইট বাটন এ ক্লিক করুন "add to archive" নির্বাচন করুন
এখন নিচের মত উইন্ডো আসবে, এবারে Advanced এ ক্লিক করুন এখন আপনার হাতের ডান পাশে Set password বাটন এ ক্লিক করুন এবং পাসস্বরড দিন ।
এরপর থেকে যে কেউ আপনার কম্পিউটার এর কোন ড্রাইভ এ ডুকলে সে শুদু অই কম্প্রেস ফাইল দেখতে পারবে কম্প্রেস ফাইল ওপেন করে .bat ফাইল টা তে ক্লিক করে পাসওয়ার্ড চাইবে
পাসস্বরড দিলে .bat ফাইল টা ওপেন হবে এবার Notepad এ যে পাসস্বরড দিয়েছিলেন টা দিন এবং এন্টার চাপুন।

উইন্ডোজ ৭ জেনুইন করুন সিএমডি দিয়ে!!! এক মিনিটও লাগবেনা!!! (UPDATED)

আজ আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো যেটার মাধ্যমে আপনারা সিএমডি দিয়ে উইন্ডোজ ৭ জেনুইন করতে পারবেন।
স্ক্রিন ব্ল্যাক হইলে হবে। এমনিতে হবে না।
make Windows 7 Genuine using Command Prompt
  • প্রথমে রান কমান্ড ওপেন করুন ( Windows key + R )
  • "run" box ওপেন হবে । এখন এখানে '"cmd" লিখুন।
  • Ok চাপুন।
Note : Run CMD as Administrator
make Windows 7 Genuine using Command Prompt
এখন কমান্ড প্রম্পট ওপেন হবে।
  • কমান্ড প্রম্পট এ লিখুন "SLMGR -REARM" (কমা ছারা)
  • এন্টার চাপুন।
make Windows 7 Genuine using Command Prompt
এখন ৫ - ১০ সেকেন্ড অপেক্ষা করুন।
নিচের মত একটি মেসেজ পাবেন।
make Windows 7 Genuine using Command Prompt
শেষ !!!
এখন রিস্টার্ট করুন। আপনার উইন্ডোজ ৭ জেনুইন হয়ে গেছে :D
 

For all those born in the 80′s…

For the last few days, bunch of lines kept appearing every now and then in my social network. Usually these kind of flashy lines always annoy me. But surprisingly these lines are not annoying at all, rather they were the reminiscences of my past. I couldn’t resist to share those lines here.

I was BORN in the 80′s.
We are the last generation who learned to play in the street.
We are the first who’ve played video games, and were the last to record songs off the radio on cassettes and we are the pioneers of Walkmans.
We Learned how to program the VCR before anyone else, played with the Atari and Nintendo.
We are the generation of the Thunder Cats, Gobots, Power Rangers, Ninja Turtles, Transformers, Silver Hawks, Airwolf, Knight Rider.
We raveled in the cars without seat belts or air-bags.
We lived without cell phones.
We did not have 99 television stations, flat screens, surround sound, mp3s, iPods, Facebook, Twitter, computers and the internet …but nevertheless we had a GREAT Time.


 

back to books

been doing some reading lately. after a long while. finished two books back to back. wish they were from my studies, that would hv bn of much help. but then, thats why they are study books (meant to take a whole lot longer to finish even parts of it).

a friend suggested i read famed polish journalist late mr. ryszard kapuściński. the first of his books i could get my hands on is titled 'the emperor - downfall of an autocrat'. divided into three chapters, it accounts the majestic pompousness and luxurious lifestyle of late emperor haile selassie of etiopia and his downfall.

found a very well written review of the book here, so i am not going to reinvent the wheel.

while reading the book, i was constantly being surprised at how the emeperors court half a century back closely resembles the court of our own very own emperors here in bangladesh. tweak the facts a little here and there and replace the emperors enormous court with equally enormous prime ministers/chief advisors office, and voila, one could easily pass that off as stories from right here in 21st century bangladesh. be it hasina, khaleda or the latest addition dr. fakhruddin ahmed at the helm, it has always been the same story of bartering our motherland and all that she stand for in exchange of a place in the good book of mr big. i wonder when would we, yes myself included, learn to take the lessons history is desperately trying to teach us?



latest read is GIRLS OF RIYADH. everyone who lives on the internet must hv heard of it when it was first published in arabic in 2005. the english translation was published in 2007 by penguin. dint expect much from it from the beginning, but still wanted to read it, more out of temptation to have an insiders view of womens life in ultra conservative saudi society.

finished it at 3 in the morning, but didnt find it as captivating as that sounds though. in fact, at times i had to force myself to continue reading. nonetheless got at least some of what i had expected. the story is about four girls from the elite (and of course extra rich) saudi society, and how they juggle between the reality of their ultra conservative society and their aspirations in life, which is much influenced by their close interaction with western society (e.g. one of them is half american). the story revolves around these girls little adventures for finding love - such as flirting in shopping centres, dating at friends place or even driving around dressed as a young man.

all in all, i must appreciate the authors courage for writing on a topic such as this, especially considering the fact that it was much more closer to reality than most of the hyped up super duper bestsellers about muslim / islam / women in islam etc (such as brick lane - which i think was a real crap). furthermore i found her style (each chapter was in the form of an email she sends out every friday afternoon) unique and interesting.

next on my to read list is Rachel Corries journal, let me stand alone

How to Install Windows Defender Final bypassing Genuine Windows Validation...

Recently Microsoft has released the final version of Windows Defender, the Free Anti Spyware from Microsoft. But still you will face a problem while installing this new Windows Defender if your copy of Windows XP is not a genuine (non-pirated) one, since Windows Defender installation requires windows genuine advantage (WGA) validation! SO what to do ??

But there are some tricky steps through which you can install Windows Defender Final even in your pirated copy of windows XP bypassing the genuine windows validation. You just have to follow the following steps one by one:

  1. At first, download Windows Defender Final from the Microsoft Site. Alternatively you can download it directly from the link below (32 bit or 64 bit processor):

  2. Then download Orca (a .msi package editor) from the link below:


  3. Now extract Orca, you have just downloaded, using Winzip or any file decompressing tool you like. And then install it (Orca.msi) in your PC.
  4. Now right click on the WindowsDefender.msi, you have downloaded in step 1, and select 'Edit with Orca'. Then Windows Defender will be opened with Orca as the following window popped up:

  5. In the Orca’s left pane, click on CustomAction.


  6. Now right click on the CHECK_WGA in the right pane...

    and then select 'Drop Row'.

  7. Again on the left pane of Orca, just click on the 'Dialog'.

  8. And select CheckWGA on the right pane...

  9. Then double click on the Attribute value of CheckWGA in order to change its value from 2(two) to 0(zero).


  10. Finally save the modified WindowsDefender.msi from File -> Save. (you have to select save, not save as).

  11. Now install Windows Defender Final by running the WindowsDefender.msi file, you have just modified. And then you are done!

How to Install Microsoft Private Folder Bypassing Genuine Windows Validation...

Microsoft Private Folder is a useful tool for you to protect your private data when your friends, colleagues, kids or other people share your PC or account. With this tool, you will get one password protected folder called My Private Folder in your account to save your personal files.

Microsoft Private Folder is not intended to provide security against hackers. It is a utility that limits access to selected files by other people that you trust and share your computer with, such as at home with your family. Users must make sure they remember the password. Without the password, they cannot unlock the private folder and cannot access any of the files or folders it contains.

But you will face a problem while installing Microsoft Private Folder if your copy of Windows XP is not a genuine (non-pirated) one, since Microsoft Private Folder installation requires genuine windows validation!!! So what to do??? There are some tricky steps through which you can install Microsoft Private Folder even in your pirated copy of windows XP bypassing the genuine windows validation. You just have to follow the following steps one by one:

Manual Installation:
  1. At first, download Microsoft Private Folder from here in .RAR format and extract MSPF10ENU.rar using WinRar. Then you will get MSPF10ENU.msi (Microsoft Private Folder Installer).
  2. Then download Orca (a .msi package editor) from the link below:

  3. Now extract Orca, you have just downloaded, using WinRar. And then install it (Orca.msi) in your PC.
  4. Now right click on the MSPF10ENU.msi, you have downloaded in step 1, and select 'Edit with Orca'. Then Microsoft Private Folder Installer will be opened with Orca as the following window popped up:
  5. In the Orca's left pane, click on InstallUISequence.
  6. Select the action WelcomeForm from the right pane of Orca.

  7. Now Double-Click the condition value of WelcomeForm, and change its value from Installed=”” AND NOT RESUME to Installed=”” AND RESUME (only you have to to delete the word NOT).

  8. Finally save the modified MSPF10ENU.msi from File -> Save. (you have to select save, not save as).
  9. Now install Microsoft Private Folder by running the MSPF10ENU.msi file, you have just modified. And then you are done!

Direct Installation using Patched Installer :
  1. Download patched Microsoft Private Folder installer in .rar format from here.
  2. Then extract Microsoft Private Folder.rar, you have just downloaded, using WinRar. (password: fmshaon)
  3. Now, install Microsoft Private Folder by running the patched MSPF10ENU.msi file.